Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের বদলীকৃত সচিব জনাব মাসুক মিয়া ও নব যোগদানকৃত সচিব জনাব অজিত কুমার রায়-এর বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।
Details

শিমুলবাঁক  ইউনিয়ন পরিষদের বদলীকৃত সচিব জনাব  মাসুক মিয়া ও নব যোগদানকৃত সচিব জনাব অজিত কুমার রায়-এর বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। 

মিডিয়া সেলঃ  ৩১/০৫/২০২৩ইং তারিখে শিমুলবাঁক  ইউনিয়ন পরিষদ হলরুমে শিমুলবাঁক  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শাহীনূর রহমান শাহীন  সাহেব এর সভাপতিত্বে বিদায়ী সচিব মাসুক মিয়া এর বিদায়ী সংবর্ধনা এবং নব নিযুক্ত সচিব জনাব অজিত কুমার রায় এর বরণ অনুষ্টান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার স্যার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন 

১নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুল মছব্বির, 

২নং ওয়ার্ড সদস্য জনাব ফয়জুর রহমান, 

৩নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ লাল মিয়া, 

৪নং ওয়ার্ড সদস্য জনাব মিজানুর রহমান , 

৫নং ওয়ার্ড সদস্য জনাব সোহেল মিয়া,

৬নং ওয়ার্ড সদস্য জনাব সাজু মিয়া, 

৭নং ওয়ার্ড সদস্য জনাব রাসেল আহমদ, 

৮নং ওয়ার্ড সদস্য জনাব হায়াতুল ইসলাম, 

১.২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য  মোছাঃ খোরশেদা আক্তার, 

অনুষ্ঠান পরবর্তী শিমুলবাঁক  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বদলীকৃত সচিব মাসুক মিয়া-কে  উপহার প্রদান করা হয়। এবং নব নিযুক্ত সচিব জনাব অজিত কুমার রায় কে ফুল দিয়ে বরণ করা হয়।

Attachments
Publish Date
01/06/2023
Archieve Date
30/06/2023