Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
২০২৩-২০২৪ এ দুই বছরে নতুন করে শুরু হতে যাচ্ছে 'ভালনারেবল উইমেন বেনেফিট - ভিডব্লিউবি' কার্যক্রম যা পূর্বে ভিজিডি নামে পরিচিত ছিলো। শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে সর্বমোট ৩০৮ জন মহিলা দুই বছরের জন্য সরকারের এই বিশেষ বরাদ্দ পাবেন। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য
Details

২০২৩-২০২৪ এ দুই বছরে নতুন করে শুরু হতে যাচ্ছে 'ভালনারেবল উইমেন বেনেফিট - ভিডব্লিউবি' কার্যক্রম যা পূর্বে ভিজিডি নামে পরিচিত ছিলো। শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে সর্বমোট ৩০৮ জন মহিলা দুই বছরের জন্য সরকারের এই বিশেষ বরাদ্দ পাবেন। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য 

১। আগামী ২০ নভেম্বর এর মধ্যে আবেদনকারী নারীকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। 

২। bwavgb.gov.bd অথবা MyGov ওয়েবসাইটের মাধ্যমে অথবা ৩৩৩ নাম্বারে কল করে বিনামূল্যে সরাসরি আবেদন করা যাবে। 

৩। ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর ইউডিসির মাধ্যমে ও আবেদন করতে পারবেন । 

৪। অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা এবং উপার্জনে অক্ষম ২০ থেকে ৫০ বছর বয়সের নারী আবেদন করতে পারবেন। বিস্তারিত নীতিমালা এখানে উল্লেখ রয়েছে 

http://www.dwa.gov.bd


সকলের প্রতি বিষয়টি প্রচার করার এবং যোগ্য অসচ্ছল মহিলাদের আবেদনে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

Attachments
Publish Date
10/11/2022
Archieve Date
30/11/2022