শান্তিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ। সময়ের পরিক্রমায় আজ শিমুলবাঁক ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, স্বাস্থ্য, যোগাযোগ এবং খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় অদ্যবধি সমুজ্জ্বল।
ক) নাম- শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ৩৬.৩৭ বর্গ কিঃমিঃ ।
গ) লোক সংখ্যা- ৩৫,৩৪৯জন।
ঘ) গ্রামের সংখ্যা - ২৪টি।
ঙ) মৌজার সংখ্যা- ১৫টি।
চ) হাট/বাজার - ৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- লেগুনা/সিএনজি/নৌকা।
জ) শিক্ষার হার - ৩০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮টি,
উচ্চ বিদ্যালয়- ২টি,
মাদ্রাসা- ৬টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব শাহীনূর রহমান
ঞ) ইউপি ভবন নির্মাণ কাল- ০৩-০৮-২০০৯ইং
ট) নব গঠিত পরিষদের বিবরণ-
১। শপথ গ্রহনের তারিখ- ৩০-১২-২০২১ইং
২। প্রথম সভার তারিখ- ১৬-০১-২০২২ইং
৩। মেয়াদ উর্ত্তীনের তারিখ- ১৬-০১-২০২৭ইং
ঠ) ইউনিয়ন পরিষদের জনবল-
১। নির্বাচিত পরিষদ সদস্য - ১৩জন।
২। ইউনিয়ন পরিষদ সচিব - ১জন।
৩। গ্রাম পুলিশ- ১০ জন।
ড) গ্রাম সমূহের নাম-
১। ধনপুর
২। সরদারপুর
৩। আমড়িয়া
৪। কান্দাগাঁও
৫। কিদিরপুর
৬। রামেশ্বরপুর
৭। ঢালাগাঁও
৮। কুতুবপুর
৯। আক্তাপাড়া
১০। কাঠালিয়া
১১। থলেবন্দ
১২। লালুখালী
১৩। বাহাদুরপুর
১৪। মুরাদপুর
১৫। উকারগাঁও
১৬। মুক্তাখাই
১৭। চানপুর
১৮। কেশবপুর
১৯। জীবদাড়া
২০। নুরপুর
২১। তেরহাল
২২। শিমুলবাঁক
২৩। রঘুনাথপুর
২৪। গবিন্দপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস